সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ)টি ভারতীয় গরু সহ ০৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,আমানীপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের পুত্র মহর আলী(৪৮), তেলিগাও গ্রামের আসন্তর আলীর পুত্র আয়নাল হক (৪০),একই গ্রামের মোঃ আব্দুল্লাহর পুত্র দুদ মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র আবুল কালাম (৫৮)।
থানা পুরিশের বিশেষ অভিযান পরিচালনাকালে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার সময় মধ্যনগরেউপজেলার চামরদানী ইউনিয়নের কাইতকান্দা পশ্চিমপাড়া মেশিন বাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৪০টি ভারতীয়গরু উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ত আরো ৬/৭ জন অভিযান পরিচালনাকালে পালিয়ে যায় বলে জানানয়েছে পুলিশ।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান বলেন,গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । আমাদের অভিযান চলমান থাকবে।