রেলস্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

রেলস্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর

লন্ডন বাংলা ডেস্ক::

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। আজ মঙ্গলবার ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন।এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের চেয়ার ভাঙচুর করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন তথ্যমতে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এদিন লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ। ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

 

এদিকে স্টেশনে এসে ট্রেন বন্ধ দেখে ক্ষুব্ধ হন যাত্রীরা। তারা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়ল কেন? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্বনির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন করেন যাত্রীরা।

 

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘শীতের মধ্যে সকাল সকাল অনেক কষ্ট করে স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। জরুরি কাজে ঢাকা যেতে হবে, তাই টিকিটটি কেটে ছিলাম। আজ রাতে টিকিট কেটেছি। তারা যদি এই কর্মসূচি জানতোই তাহলে কেন টিকিট বন্ধ করল না? রাতে টিকিট দেখে আমরা ভাবছি ট্রেন চলবে, তাই টিকিটটা নিয়ে এখানে এসেছিলাম। এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম।’স্টেশনে দাঁড়িয়ে আছেন নুরানী বেগম। তিনি বলেন, ‘দাবি আন্দোলন থাকবে। সব কিছুর একটা নিয়ম আছে। তবে তাদের দাবির জন্য যাত্রীদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক। এটা মোটেও ঠিক নয়।’

 

এদিকে সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

 

রাজশাহী রেলস্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করছেন, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা।

 

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে সকল ট্রেন বন্ধ আছে। রানিং দাবি দাওয়া পূরণ হলে বা আন্দোলন প্রত্যাহার হলে ট্রেন চলাচল আবার শুরু হবে। তবে আপাতত বন্ধ থাকবে।

 

তিনি বলেন, ‘যাত্রীদের যারা অনলাইনে টিকিট কেটেছেন, তারা অনলাইনের টাকা রিটার্ন পাবেন। এ ছাড়া যারা কাউন্টারের টিকিট কেটেছেন, তারা কাউন্টারে সমমূল্য টাকা ফেরত পাবেন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728