সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক::
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তবে বৈঠকে কর্মবিরতি থেকে সরে আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান সেখান থেকে বেরিয়ে যান।
রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।’ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে করে বন্ধ রয়েছে দেশের ট্রেন চলাচল। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।