নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

লন্ডন বাংলা ডেস্ক ::

‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এ দলটি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় দলটির কার্যাবলি ও লক্ষ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন বিপ্লবী ছাত্র-জনতা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের দলটি।

তিনি বলেন, সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে আমাদের দল। দলের নীতিগুলো দেশ প্রেমের চেতনায় পরিপূর্ণ হবে।

তিনি আরও বলেন, ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল। আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।

দলের আহ্বায়ক জানান, আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশবাহিনী আইনশৃঙ্খলা নিশ্চিত করব। নাগরিকদের অধিকার রক্ষা করব এবং সবসময় আইনের শাসন সমুন্নত রাখব। একইভাবে সশস্ত্র বাহিনীর বাংলাদেশ রাইফেলস আনসার ও ভিডিপিতে সংস্কার গণতান্ত্রিক তথ্যপ্রধান বজায় রেখে জাতীয় নিরাপত্তা এবং প্রস্তুতিকে বৈশ্বিক মানে উন্নীত করব।

শিগগিরই বর্তমান সরকারের সঙ্গে আমরা বৈঠকে বসতে পারব এমন আশা ব্যক্ত করে মো. এহতেশাম উল হক বলেন, আমরা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। আশা করছি সরকার আমাদের সেই সুযোগ দেবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীর চৌধুরী ওবায়দুল্লাহ মামুনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728