এনআইডি জালিয়াতি: সুনামগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আটক।

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

এনআইডি জালিয়াতি: সুনামগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আটক।
লন্ডন বাংলা ডেস্কঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।

গত সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

জানা গেছে, গত সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়। পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, ওই দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে এখনো কর্তৃপক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728