ট্রেন চললেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

ট্রেন চললেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

লন্ডন বাংলা ডেস্ক ::

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে আজ বুধবার সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

জানা গেছে, বুধবার সকালে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্য ট্রেনগুলো। সকাল সাতটায় সময় দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর থেকে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস।এ ছাড়া কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। অধিকাংশ ট্রেনে যাত্রী সংখ্যা অনেক কম।

 

যাত্রীদের অভিযোগ, একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য তারা জানতে পারছেন না। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে অনেক ভোগান্তি হচ্ছে। ট্রেনের মতো গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কারণে দু’একটি ছাড়া সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর নেই। তবে শিডিউল বিপর্যয়ের কারণে সকাল থেকে এ পর্যন্ত সাতটি ট্রেন ছেড়ে গেছে।

 

 

জানতে চাইলে কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহদাত হোসেন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সময়ের সঙ্গে যাত্রী উপস্থিতিও বাড়ছে। তবে কারিগরি কারণে এক ঘণ্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হতে দু’একদিন সময় লাগতে পারে।

 

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতির ডাক দেন রানিং স্টাফরা। কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

 

বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728