সিলেটে পুলিশকে আরও এক সপ্তাহ সময় দিলেন ব্যবসায়ীরা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে আল হামরা শপিং সিটি’র নুরানি জুয়েলার্সে আড়াই শ ভরি স্বর্ণ চুরির ২০ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার না করায় রাস্তায় নেমেছেন স্বর্ণসহ সর্বস্তরের ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহানগরের চৌহাট্টাস্থ শহিদ মিনারের সমানে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এছাড়া দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার ব্যবসায়ী ও দোকান মালিক-কর্মচারী অংশগ্রহণ করেন।

 

 

 

 

মানববন্ধন থেকে ব্যবসায়ী ও বাজুস নেতৃবৃন্দ সিলেট মহানগর পুলিশকে আরও ১ সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চোরদের গ্রেফতার না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

 

 ৯ জানুয়ারি আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্স নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) পেছনের দরজার তালা ভেঙে ২৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় ৭-৮ জনের চোর চক্র। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় তারা।

 

 

 

২৩ জানুয়ারি বাজুস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে চোরদের ধরতে ও স্বর্ণ উদ্ধার করতে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিটেমটাম দেন। কিন্তু সেই ৭২ ঘণ্টার পর পেরিয়ে গেছে আরও দুদিন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় আজ বৃহস্পতিবার মাঠে নামলো বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

 

 

 

এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে- ওই দুর্ধর্ষ চুরির ঘটনাটি অন্তত ৮জন মিলে সংঘটিত করেছে। মো. জাবেদ চৌধুরীর দাবি- তার ৩ কোটিরও বেশি টাকার স্বর্ণ নিয়ে গেছে চোরেরা। স্বর্ণগুলো উদ্ধার না হলে তিনি পথে বসে যাবেন।

 

 

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728