সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় একই পরিবারের ৪জন নিহত হয়েছে। রবিবার উপজেলার সিলেট-ঢাকা মাহাসড়কের উনিশ মাইল নামক স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান।
জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সিলেটে হযরত শাহজাল মাজার জিয়ারতের উদ্যেশ্যে প্রাইভেটকার যোগে সিলেট আসছিলেন একই পরিবারের ৯ সদস্য। সকাল সাড়ে৭ টার দিকে মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে আসলে বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৮৫৭) নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার(ঢাকা মেট্রো গ-২৯-৬৮৩০) চাপা দিলে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মগড়াপাড়া গ্রামের মিলন ভূইয়া পুত্র সুহেল ভূইয়া (৩৮) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনায় হতাহত শিশুসহ ৮জনকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের আরো ৩ সদস্য মৃতুবরণ করেন। নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার মুছলে উদ্দিনের মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮) সায়মা আক্তার ইতি(৩৫) জাহিদ মিয়ার পুত্র আয়ান (৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য আবু তাহের। তিনি বলেন, ৯ যাত্রীর মধ্যে এখনো ৫জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি। দূর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্ধ করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে নিহতদের লাশ হস্তান্তর করা হবে।