সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে পূজাঅর্চনার মধ্য দিয়ে দেবী সরস্বতীকে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সন্দীপন মজুমদার, পোস্ট মাষ্টার জুয়েল বৈষ্ণব, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক, কলেজে সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক মিলন কৃষ্ণ সাহা, নয়ন দেবনাথ, হাশরাকুল মেহেদী তানিয়া, জুয়েল রায়, শাওন চৌধুরী, জায়দুল ইসলাম, মোঃআরিফুল ইসলাম, হিসাব রক্ষক ইশরাত হকসহ কলেজের কর্মচারীবৃন্দ।
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাভক্তির মধ্য দিয়ে “সরস্বতী পূজা পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিমা স্থাপন, পূজার্চনা করা হয় এবং পুষ্পাঞ্জলির পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয়।