সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম মোবারকপুর গ্রামে ঐতিহ্যবাহী মাদ্রাসার জামেয়া লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসার ৩৩তম বার্ষিকী ইসলামী মহা সম্মেলন ও দোয়া মাহফিল আগামীকাল ( ৮ফেব্রুয়ারী) শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে মাহফিলের সম্পর্ন প্রস্থুতি সমাপ্ত করেছেন আয়োজকরা। মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে ইসলামী আলোচনা করবেন অন্ধ হাফেজ শফিউজ্জামান হবিগঞ্জ।
এছাড়া হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ, হযরত মাওলানা শেখ সা’দ আহমদ আমিন, হযরত মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, হযরত মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, হযরত মাওলানা আব্দুল হাই, হযরত মাওলানা মনজুর রশিদ আমিনী, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ হোসাইনসহ আরো উলামায়ে কেরামগন ইসলামী আলোচনা করবেন। বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিলে সভাপতিত্ব করবেন, হযরত মাওলানা মাহবুবুর রহমান ও হযরত মাওলানা আব্দুল মালিক।
আয়োজকরা জানান, ইসলাম ও দ্বীনি শিক্ষার আলোয় জীবন পরিচালিত করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক অবক্ষয় রোধ এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের সঠিক বার্তা পৌছে দিতে কাজ করে যাচ্ছে জামেয়া লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা। ইসলামী সম্মেলন গুলোর মাধ্যমে মূলত পবিত্র আল-কোরআনের মহান আল্লাহতালার প্রেরিত বাণি মানব জাতির জীবন পরিচালনার সঠিক বার্তা বহন করে।
মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার আলোকে মানব জীবনকে সাজিয়ে দুনিয়া ও আখেরাতে কল্যাণময় করে তুলতে ও অপ-সংস্বৃতিরোধের পাশাপাশি ইসলাম ও দ্বীনি শিক্ষার দাওয়াতে শনিবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত ইসলামী আলোচনায় দলে দলে ইসলাম প্রেমিক ধর্মপ্রান মানুষের উপস্থিতি কামনা করেন তারা।