বালাগঞ্জে আত-তাকওয়া প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চাইলেন কমিউনিটি নেতা

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

বালাগঞ্জে আত-তাকওয়া প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চাইলেন কমিউনিটি নেতা

বালাগঞ্জ/এম এ কাদির:: 

অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন রোকন ডেভেলপমেন্ট ইউকে’র উদ্যােগে বালাগঞ্জের মুক্তারপুর গ্রাম সংলগ্ন এলাকায় প্রতিস্টিত হচ্ছে – আত-তাকওয়া নামে একটি প্রকল্প একই ভাউন্ডারীর মধ্যে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, স্বাস্থ্যকেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

 

ইতিমধ্যে নির্ধারীত ১৫০ শতক জমিতে মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে, বিদ্যুৎ লাইন স্থাপন এবং প্রকল্প এলাকার বাউন্ডারী ওয়াল,  ভবন নির্মাণসহ বিভিন্ন  অবকাঠামো নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) বিকেলে প্রকল্প চেয়ারম্যান মো. আলী আহমদ নেছাওর’র বিশেষ আমন্ত্রণে উক্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার ও “গহরপুর এসোসিয়েশন “ইউকে’র সভাপতি, রোকন ডেভেলপমেন্ট ইউ কে’র অন্যতম দাতা সদস্য।

 

ফাউন্ডেশনের ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সানাওর আহমদ ( সিতাব আলী) পরিদর্শন শেষে কমিউনিটি নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয়ে অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে আত-তাকওয়া প্রকল্প বাস্তবায়নে সকল মহলকে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান জিলু,এসএম হেলাল। সমাজকর্মী মাসুদ আহমদ,শিক্ষক মুহিত আল মেরাজ,আবিদ আহমদ।

Spread the love