সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
ফিনল্যান্ড থেকে আসা এক যুবক সিলেট নগরীর মীরবক্সটুলায় সড়কের পাশে একটি ভবনের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফিনল্যান্ডের ওই যুবকের নাম মি. মাকু (৪৫)। তিনি প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন মার্কু।
সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা সিলেটভিউকে জানান, আজ শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে।