সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন।আর এই লকডাউনের মধ্যে রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে ভারতের রাজধানী দিল্লি থেকে মধ্যপ্রদেশে নিজ বাড়িতে যেতে চেয়েছিলেন রণবীর সিং নামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু, শেষপর্যন্ত জীবিত বাড়ি ফেরা আর হয়ে ওঠেনি ওই ব্যক্তির। পথের ধকলে, গতকাল শনিবার সকালে মৃত্যু হয় তার।
জানা গেছে, ডেলিভারি প্রতিনিধি হিসেবে দিল্লিতে কাজ করতেন রণবীর। ভারতের মধ্যপ্রদেশের মরেনা জেলায় বাড়ি তার। দিল্লি থেকে রওনা হয়ে তিনদিনে ২০০ কিলোমিটার হেঁটে আগ্রা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন রণবীর। আর ১০০ কিলোমিটার পার হলেই বাড়িতে যেতে পারতেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন, অতিরিক্ত হাঁটার কারণে হার্টঅ্যাটাকে মারা গেছেন রণবীর।ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯শ৮৭ জন। মারা গেছেন ২৪ জন। এনডিটিভি।