করোনার আইসোলেশন ওয়ার্ড ট্রেনের বগিতে

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

করোনার আইসোলেশন ওয়ার্ড ট্রেনের বগিতে

ডেস্ক রিপোর্টঃঃ

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ট্রেনের বগিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছে ভারত সরকার। আক্রান্তের সংখ্যা বেশি হলে এমন ব্যবস্থা নেয়া হবে বলে শনিবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ইতোমধ্যে একটি ট্রেনের বগিকে পরীক্ষামূলকভাবে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করেছে রেখে ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের অনুমতি পেলে তারা প্রতি সপ্তাহে ১০টি বগিকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করতে পারবে।

 

ট্রেনের বগিতে করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে ভারতের রেলমন্ত্রী পীযুষ গোয়াল বলেন, বগীগুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হবে যাতে রোগীরা আরামে থাকতে পারেন।ভারতে করোনা বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশে চলছে ২১ দিনের লকডাউন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯শ ৮৭ জন। মারা গেছেন ২৪ জন।

Spread the love