সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
কোয়ারেন্টিনে আছেন, তবে করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে নিজেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুর ১২টায় মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমি তো কাজ করছি। করোনাভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। আমি টেস্টও করেছি। কোয়ারেন্টিন বলবো না। অন্যরা যেভাবে আছে আমিও সেভাবে আছি।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে তুলে ধরে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগে থেকেই আমার প্রস্তুতি নিয়েছি, তাই বাংলাদেশ ভালো আছে।