সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৫
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে কৃষকলীগ ও যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সহ দুই ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ৬নং কুর্শি ইউপি কৃষকলীগ সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ (মেম্বার) ৫নং আউশকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মেম্বারকে পুলিশ আটক করে।
তাদেরকে ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানো বিস্ফোরক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় এসআই সুমন আহমদের নেতৃত্বে একদল পুলিশ ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সামন থেকে ইউপি মেম্বার ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবার আহমেদ দিলকাছ (৬২) কে গ্রেফতার করা হয়। ধৃত দিলকাছ মিয়া কুর্শি গ্রামের মৃত তরিক আহমদের পুত্র।
তাকে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী পুড়ানো মামলার তদন্তে প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন।
এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃত ডেভিলদের গ্রেফতারে পুলিশ তৎপরতা জোরদার করেছে।
এদিকে নবীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে গতকাল বৃহস্পতিবার ভোররাতে আউশকান্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র। সে ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআইনরুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত (১৯ ফেব্রুয়ারী) নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।