জগন্নাথপুরে এনআইডি সেবা হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন, অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

জগন্নাথপুরে এনআইডি সেবা হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন, অবস্থান কর্মসূচি

লন্ডন বাংলা ডেস্ক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাচন অফিসের সামনে সারাদেশের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 

আজ ১৩ মার্চ সকাল ১১টায় এনআইডি সেবা হস্তান্তরের প্রতিবাদে জগন্নাথপুর নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে জগন্নাথপুর নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথপুর নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন ও ১৩ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

 

জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার খলিল আহমদ বলেন, ‘এনআইডি তো ভোটার রেজিস্ট্রেশনের একটা বাইপ্রোডাক্ট। ১৭ বছর ধরে ইসি কর্মকর্তারা শ্রম দিয়েছেন। সারাদেশে নেটওয়ার্ক ডেভলপ করছেন। সার্বিক বিষয়গুলো সরকার ডেফিনেটলি বিবেচনায় নেবে। ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে। তাই এর বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি।

 

জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস সহকারী মো. শিপন মিয়া বলেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সবার সম্মতিতেই কাজটা করছি। আই এম নট দ্য আলটিমেট ডিসিশন মেকার। আমি ইসিকে রিপ্রেজেন্ট করি, ইসির পক্ষে কথা বলতে পারি। সরকারের কাছে অবস্থান তৈরি করতে পারি। সরকার তো অনেক ওপরের ব্যাপার। আমরা সাংবিধানিক সংস্থা।

 

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে জগন্নাথপুর নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটার লুৎফে তাহমিনা, স্ক্যানিং অপারেটর রাজন দাশ, পরিচ্ছন্নতা কর্মী শহিদ নুর, নৈশ প্রহরী হাবিব সারোয়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930