শেখ হাসিনা বুঝতে রাজি হয়নি আল্লার মার আর দুনিয়ার ভারের কথা! -তাহিসনা রুশদির লুনা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

শেখ হাসিনা বুঝতে রাজি হয়নি আল্লার মার আর দুনিয়ার ভারের কথা! -তাহিসনা রুশদির লুনা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের কয়েক দিন আগেও পতিত শেখ হাসিনা দম্ভোক্তি করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না! আজ শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ কোথায় মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বলেন, শেখ হাসিনা কখনও বুঝতে রাজি হয়নি আল্লার মার, দুনিয়ার ভারের কথা। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিন তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে ইলিয়াস আলীর মতো একজন জনপ্রিয় নেতাকে গুম করতে দ্বিধাবোধ করেনি। ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার হওয়া শেখ হাসিনার রাষ্ট্রপরিচলানার ফর্মূলা আসতো ভারত থেকে। বিরোধী দলীয় মত ও পথের নেতাকর্মীদের অসহনীয় অত্যাচার নির্যাতন করে ভারত সরকারের পুতুল হয়ে মিশন বাস্তবায়ন করেছেন নির্লজ্জভাবে।

 

সাদিপুর ইউনয়ন বিএনপি আহবায়ক এস.এম মাসুদ আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রব ও সদস্য হুসাইন রাজার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শামীম উসমান বা জয়নাল হাজারির মত অনেকেই এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিটি এলাকা তাদের দখলে ছিল। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, বালু মহল, মাছের ঘের, জলমহালসহ শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের নিয়ন্ত্রনে। সেই সময় সাধারণ মানুষের কোন কিছু করার ছিল না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন, আপনাদের সব খবর আমার কাছে আছে। বালুমহাল, জলমহাল, স্কুল ও কবরস্থানের দখল দারিত্বে দৃশ্যমান কোন অভিযোগ আসলে স্থানীয় জনতাকে দখলদারের বিরোদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান তিনি।

 

৮ মার্চ (মঙ্গলবার) ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এস.টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

 

বক্তব্য রাখেন, উপজেলা বিএমপির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক এমাদ উদ্দিন লিলু, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ সুহেল আহমদ দলা, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসাইন আহবাব, ইউনিয় যুবদলের সভাপতি সেলিম আহমদ,  সহ-সভাপতি রাজু আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবির, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমদ প্রমুখ।

 

ইফফতার মাহফিল পূর্ব দোয়া পরিচালনা করেন, চাতল পাড় জামে মসজিদের ইমাম ক্বারি আব্দুল শহিদ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930