সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের প্রবিণ ব্যক্তিত্ব সমাজসেবী আনা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রেকাশ করেছেন গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক।
এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি।
গনমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আতাউর রহমান মানিক বলেন, সমাজ উন্নয়নে প্রবীণ শালীশ ব্যক্তিত্ব আনা মিয়ার গুরুত্ব অপরিসীম। সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আনা মিয়ার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপুরণীয়।
প্রসংঙ্গত: গোয়ালাবাজর ইউনিয়নের নগরী কাপন গ্রামের বাসিন্দা আনা মিয়া মঙ্গলবার সকার ১১টার দিকে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকাল ২:৩০ মিনিটের সময় নগরী কাপন ঈদগাহের ময়দানে জানাজার নামাজরে পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।