ওসমানীনগরে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

ওসমানীনগরে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের সম্মেলিত প্রচেষ্ঠায় এলাকার আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি অবহেলিত মানুষের কল্যানে কাজ করার ধারাবাহিকতায় ২০১০সালে পিতার নামে গঠন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল করিম ও দেশে থাকা হাজী আব্দুল গফফারের সার্বিক তত্বাবধানে প্রত্যান্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টীর অগ্রসরে কাজ করছে ফাউন্ডেশনটি।

 

পারিবারিক শিক্ষাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ উন্নয়নের পাশাপাশি গৃহহীনদের গৃহ নির্মাণ, গভীর নলকুপ, রাস্তা ঘাটের উন্নয়ন,শিক্ষা ও খাদ্য সামগ্রীসহ দূর্যোগে আর্থিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশন। যার ধারাবাহিকতায় ঈদ-উল ফিতরকে সামনে রেখে সংগঠনের পক্ষ প্রায় ৩শতাধিক হত-দারিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে নগদ অর্থ। শনিবার উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামে ফাউন্ডেশনের বাংলাদেশের চেয়ারম্যান হাজী আব্দুল গফফারের বাড়িতে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

হাজী আব্দুল গফফারের সভাপতিত্বে বিতরণী পূর্ব সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক,সাবেক ইউপি সদস্য আব্দুল ছালিক, বদরুল ইসলাম হারুন, শেখ আব্দুল মজিদ,স্থানীয় শাহ-আব্দুুল বারিকসহ অরো অনেকেই।

 

সমাজ সেবক আব্দুল কালামের পরিচালনা বক্তারা বলেন,বিগত ১৫বছর ধরে দেশে যেকোন দূর্যোগে অসহায়দের সহায়তার পাশাপাশি নিন্ম আয়ের মানুষের জীবনমানের পরিবর্তনসহ কর্মসংস্থান সৃষ্টি এলাকার মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করছে পারিবারিক সংগঠন ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারও সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখের হাসি ফুটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগী করতে অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ প্রসংসনীয় উদ্যোগ। এলাকার সামগ্রীক উন্নয়নে হতদরিদ্র মানুষের সার্বিক কল্যানের প্রচেষ্ঠায় সমাজ উন্নয়নে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।

 

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাসী পরিবারের সদস্য ইউসুফ আবিদ আলম।

 

প্রবাসী পরিবার দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন আব্দুল কদ্দুছ নূরী।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930