সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ::
মিশিগানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ‘ড্রিমস অব বাংলাদেশ’ NASA ফাইনালিস্ট দলকে সংবর্ধিত করা হয়েছে।
‘ড্রিমস অব বাংলাদেশ’ নামক ব্যতিক্রমী ছাত্র দলটি NASA Human Exploration Rover Challenge 2025-এর ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করে। তাদের সম্মানে গত ৬ এপ্রিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) কর্তৃক স্বাদ দেশি কুজিনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিশ্বব্যাপী ৭,৮০০টিরও বেশি দলের মধ্য হতে নির্বাচিত হয়ে, এই বাংলাদেশি শিক্ষার্থীদের দলটি ৭২টি ফাইনালিস্ট দলের মধ্যে একটি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে NASA-এর ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। নাসার মার্সাল স্পেস ফ্লাইট সেন্টারের আয়োজনে আগামী ১০–১২ এপ্রিল, ২০২৫ ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে এই ফাইনাল অনুষ্ঠিত হবে।
মিশিগান ইভেন্টে, দলটি তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ রোভার প্রদর্শন করে, যা চাঁদ ও মঙ্গলগ্রহের কঠিন ও পাথুরে ভূখণ্ডে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। তাদের দূরদৃষ্টিসম্পন্ন ডিজাইন ও কারিগরি দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং বাংলাদেশি তরুণদের অসাধারণ সম্ভাবনার প্রমাণ উপস্থাপন করে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করেন স্টেট রিপ্রেজেনটেটিভ মাইক ম্যাকফল। তিনি বলেন, “আপনারা শুধু বাংলাদেশ নয়—বিশ্ব মহাকাশ গবেষণার ভবিষ্যৎকেই প্রতিনিধিত্ব করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি বামের সভাপতি জাবেদ চৌধুরী-র সভাপতিত্বে এবং তাহমিদ হাসান চৌধুরী-র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠান সফল করতে যারা সম্মিলিত কাজ করেছেন, তাঁদের মধ্যে ছিলেন বামের উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী, লুৎফর বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবির; বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মতিন চৌধুরী; সহসভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু ও আলী আহমেদ ফারিশ; বামের কোষাধ্যক্ষ জসিম চৌধুরী; CUAA-এর কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব, আমিনুর রহমান, বাপ্পী চৌধুরীসহ আরও অনেক উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ।
‘ড্রিমস অব বাংলাদেশ’ সম্মানিত দলের সদস্যরা হলেন
• মাহাদির ইসলাম (স্টুডেন্ট টিম লিড)
• মো. মঈন উদ্দিন (কোচ)
• আন নাফেউ
• আর্কপ্রতীক আচার্য্য
• হাসিন ইসরাক চৌধুরী তাহা
• মারজিয়া আফিফা পৃথিবী
• রুবাইয়াত এইচ. রহমান
• সামিম আহনাফ তাহমিদ
• মো. ইয়াসিন আরাফাত
• আয়েশা জাহরা সাফা
• মো. রিফাত হোসেন
• ফাতেমা জাহান সিফা
• আবদুল্লাহ আল জুনায়েদ
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের সাফল্যই নয় বরং মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, গর্ব ও অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন ঘটেছে। ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলটি NASA-এর ফাইনাল চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছে, আর তাদের সঙ্গে রয়েছে একটি জাতির স্বপ্ন ও অনুপ্রেরণা।