ইউপি সদস্যকে পিটিয়ে জখম, ক্ষমা চাইলেন সেই এসিল্যান্ড

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

ইউপি সদস্যকে পিটিয়ে জখম, ক্ষমা চাইলেন সেই এসিল্যান্ড

লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে পেটানোর খবর গনমাধ্যমে প্রকাশের পর ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সেই সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম।

 

জানা যায়, গতকাল শনিবার রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে ওই মেম্বারকে নিজ অফিসে ডেকে আনেন। এরপর ভুল স্বীকার করে ক্ষমা চান এসি ল্যান্ড।

 

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সদস্য গাজিউর রহমান গাজি জানান, তাকে এসি ল্যান্ড অফিসে ডাকা হয়েছিল, সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব তার মোবাইলটি নিয়ে নেন। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সেই এসি ল্যান্ডসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। হাত ধরে কান্নাকাটি করে সেই এসি ল্যান্ড নিজের ভুল স্বীকার করেন।

 

গাজিউর রহমান গাজি আরও জানান, এর মধ্যে ডিসি স্যার তাকে ফোন দিয়ে বলেন, ‘মেম্বার সাহেব মনে করেন সে আপনার ভাই, ভুল করে ফেলছে।’ এরপর আপস করার জন্য বলেন। যেহেতু তিনি দল করেন। তাই দলের লোকেরও কথা তাকে শুনতে হয়। পরে একটা আবেদনপত্রে স্বাক্ষর নেয়।

 

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার কালুপীর বাজারে জনসমাগম ঠেকাতে গত শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত গ্রাম পুলিশ ও থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলমসহ সঙ্গীয় ৬ জন পুলিশ ফোর্স নিয়ে চেষ্টা চালান সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য গাজিউর রহমান।

 

সন্ধ্যার দিকে তারা বাজারের একটি ফলের দোকান থেকে কিছু ফল কিনে খাচ্ছিলেন। এ সময় এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) তরিকুল ইসলাম গাড়ি নিয়ে সেখানে যান। এ সময় ওই ইউপি সদস্য এগিয়ে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন এসি ল্যান্ড।

 

এ সময় পুলিশ সদস্যরা এসি ল্যান্ডকে জানান, তিনি ওই এলাকার ইউপি সদস্য, তাকে মারছেন কেন। এটা শুনার পরও এসি ল্যান্ড তাকে পেটাতে থাকে। একটি লাঠি ভেঙে গেলে আরও একটি লাঠি নিয়ে ইউপি সদস্যকে পেটান এসি ল্যান্ড এবং গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে পুলিশ ওই ইউপি সদস্যকে রক্ষা করেন। স্বজনরা রাতেই গাজি মেম্বারকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31