সাংবাদিক মাহতাবকে গ্রেফতারে নিন্দার ঝড়

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

সাংবাদিক মাহতাবকে গ্রেফতারে নিন্দার ঝড়

প্রতিনিধি/সুনামগঞ্জ ::

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জিম হোসেন রতনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে দীর্ঘদিন কারাবাসে থাকা নির্যাতিত সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে আবারো উদ্দেশ্য প্রনোদিতভাবে একটি চক্রের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে।

 

গত ১০ই এপ্রিল বৃহস্পতিবার বিকালে তাকে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। ব্যাপারটিকে উদ্দেশ্যপ্রনোদিত ও হয়রানিমূলক বলে মনে করছেন সুনামগঞ্জের সাংবাদিক সমাজ ও সুধীজনরা। তাদের মতে আ’লীগ সরকারের আমলেও বিভিন্ন সংবাদ প্রকাশের কারনে আ’লীগ নেতাদের নির্দেশে তাকে তোলে নিয়ে যাওয়া হয়। এবারের ঘটনার সঠিক তদন্তের দাবী করেছেন গনমাধ্যকর্মীরা।

 

জানা যায়, বিগত আ’লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যাবহার করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠে এমপি রতনের বিরুদ্ধে। বালুলুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখলসহ নানা অনিয়মকে নিয়মে পরিণত করে অবৈধ পথে হাজার কোটি টাকার মালিক বনে যান এমপি রতন। সেই সাথে কথিত ওই এমপি’র কর্মী সমর্থকরাও অল্প সময়ে হয়ে উঠেন কোটিপতি।

 

এমপি রতন ও তার কর্মীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন সাংবাদিক মাহতাব তার নিজের সম্পাদিত পত্রিকা দৈনিক হাওরাঞ্চলের কথায় প্রকাশ করেন। হাওরের হাঙ্গর এমপি রতন, এমপি রতনের সহযোগি নৌকার মাঝি থেকে কোটিপতিসহ নানা শিরোনামে প্রায় দিনই সংবাদ প্রকাশ হতো। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন এমপি রতন।

 

সুযোগে সৎ ব্যবহার করে কারাবাসে পাঠান সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে। তার কারসাজিতেই দীর্ঘদিন কারাবাসে থাকেন সাংবাদিক মাহতাব। তবুও নিজের অবস্থান ও সততা থেকে সড়ে যান নি মাহতাব উদ্দিন। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার সংবাদ প্রকাশের কর্মযজ্ঞ তিনি চালিয়ে যান। আওয়ামী সরকারের এমপি-মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে সব-সময় সংবাদ প্রকাশ করলেও ছাত্রলীগের মিছিলে জনবল নিয়োগ দেওয়া ও বাটা শো-রুম ভাংচুর ও লুটপাটের নেতৃত্ব দেওয়ার মিথ্যা অভিযোগে আবারো গ্রেফতার করা হলো দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিনকে।

 

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাংবাদিক মাহতাবকে গ্রেফতারে স্থানীয় সাংবাদিকসহ সচেতন মহলের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবী কারো ব্যাক্তিগত রোষানলের শিকার হয়েছেন তিনি। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা ও নিরপরাধ ব্যাক্তিকে হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতির দাবী জানান তারা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী জানান, সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় মাহতাবকে গ্রেফতার করা হয়েছে। একটা কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই কুচক্রী মহলের ষড়যন্ত্রেই কোন যাছাই-বাছাই ছাড়া তাকে গ্রেফতার করা হয়েছে।

 

আওয়ামী সরকারের আমলে সুনামগঞ্জের এমপি মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করা একমাত্র সাংবাদিক মাহতাব। যার কারনে তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। এখনো আওয়ামী দোসরদের ষড়যন্ত্রে মাহতাবকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মাহতাবকে অব্যাহতির দাবী জানাই।

 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী সরকারের এমপি’র অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দীর্ঘদিন কারাবরণ করতে হয় সাংবাদিক মাহতাবকে। অথচ থাকে ছাত্রলীগের মিছিলে জনবল নিয়োগ দেওয়া ও সিলেটে বাটা শো-রুম ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগে হয়রানি মূলক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি মামলা। যা কেউ ব্যাক্তিগত আক্রোশের কারনে করেছে বলে মনে হচ্ছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30