মানব কল্যাণে কাজ করছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

মানব কল্যাণে কাজ করছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ

জেলা প্রতিনিধি/সিলেটঃঃ

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোঃ বদরুল আমিন বলেছেন, সকল স্থরের দূর্নিতি প্রতিরোধের পাশাপাশি মানব কল্যাণে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। প্রতিষ্ঠাকাল থেকেই অপরাধ নির্মূলের পাশাপাশি আর্তমানবতার সেবায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ দূনীতি প্রতিরোধ পরিষদের চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে। অসহায় মানুষের পাশে থাকার মানবিক কার্যক্রমে সংগঠনের বাস্তবায়িত উদ্যাগ প্রশংসনীয়।

 

দেশের ক্লান্তিলগ্নে ও দূর্যোগে অসহায়দের সহায়তাসহ ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে এগিয়ে আসে সংগঠনটি। তাই মানব কল্যানে সব সময় অসহায়দের পাশে থাকার আহবান জানান তিনি।

 

তিনি আরো বলেন, হয়রানী মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিতে ও দ্রুত সেবা প্রদানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হচ্ছে।

 

শনিবার দুপুরে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে জামেয়া মুহাম্মাদীয়া কাসিমুল উলূম পিঠাকরা মাদ্রাসায় একটি কক্ষ তৈরীর ঢেওটিন প্রদান ও ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপে কর্মরত সাংবাদিক শিপন আহমদের মা মরহুমা আম্বিয়া বেগম ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মইন উদ্দিন এর রুহের মাগফেরাত কামনা এবং সংস্থার সকল সদস্যসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। জামেয়া মুহাম্মদীয়া কাসিমুল উলূম পিঠাকরা মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন, এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র বৈদ্য ও সমাজসেবী মুসলেহ উদ্দীন, আহির মাহমুদ, আনা মিয়া, আনিছ মিয়া প্রমুখ।

 

পরে শিক্ষার্থীদের মধ্যে খাবার স্যালাইন বিতরণ করেন ডা: মোঃ বদরুল আমিন।

 

বংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী জনাবা মোছা: আছমা খানম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবা বেগম ও প্রবাসী মহিনুজ জামান শাহীন, দেলোয়ার হোসেন ও এতিমুর রহমানের সার্বিক সহযোগীতায় ও সংগঠনের উদ্যোগে মাদ্রাসার সংস্কারে ঢেওটিন প্রদান করা হয়।

 

উল্লেখ্য গত ১৯ এপ্রিল সিলেট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক শিপন আহমদের মা আম্বিয়া বেগম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30