বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে সন্ধা রাত থেকে গভীর রাত পর্যন্ত মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী অসচ্ছল মানুষের মাঝে পৌচ্ছে দিচ্ছেন, হবীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। আজ সোমবার দিবাগত সন্ধা রাত থেকে তার নির্বাচনী এলাকার বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পানিউমদা ও ৫নং ইউনিয়নের বিভিন্ন স্থানে অসচ্ছল হতদরিদ্র চিন্নমূল মানুুষের মধ্যে প্রধান
মন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সামগ্রী ও তার ব্যাক্তিগত পক্ষ থেকে জীবানুনাষক মাস্ক ও হেস্কাচল সহ ১০ কেজি চাল, ১কেজি ডাল, ৫শ গ্রাম তৈল, আলু ২ কেজি, ১টি সাবান, পিয়াজ ৫শত গ্রাম ও ৫শ গ্রাম ডাল বিতরন করা হয়। এমন কি উপস্থিত পুলিশ সদস্যদের হেন্ড ওয়াস করে তাদের মূখে মাস্ক পড়িয়ে দেন। পরে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করেন, এমপি শাহনওয়াজ মিলাদ গাজী।
এ সময় উপস্থিত ছিলেন, পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, নবীগন্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ৫ নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সম্রাট মিয়া, ইউপি সদস্য উস্তার মিয়া, ফজলুল করিম মিছবাহ, ব্যবসায়ী ঈমাদ উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহ আশরাফ আলী, রিপন আহমদ, পাপলু আহমদ হৃদয়, লেচু মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।