সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাসের কারণে অসহায় ও দরিদ্র ঘর বন্ধি পরিবারের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম বাবুল এর উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুক্তরাজ্য থেকেও দেশে করোনা ভাইরাসের কারনে অসহায় ও বিপাকে পড়া মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পাঠান এই প্রবাসী।
উপজেলার উমরপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের নগেন্দ্র মালাকার এর মাধ্যমে ও সুরুজ মিয়া, নির্মল মালাকারের সহায়তায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ২০ চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ লিটার সয়াবিন, ২ কেজি ৫০০ দুধ, ৫ কেজি পিঁয়াজ, ৫ কেজি আলু, ৫ কেজি আটা, ৫০০ আদা।
উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম বাবুল দির্ঘ দিন থেকে যুক্তরাজ্যে অবস্থান করলেও এলাকার উন্নয়নে তিনি সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেন। বিশ্ব জুরে মাহামারি করোনা ভাইরাসের কারনে যুক্তরাজ্যেও ঘর বন্ধি থেকে তিনি দেশের এই সংকটময় সময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকেও প্রবাসীকে ধন্যবাদ জানানো হয়।