করোনায় নববর্ষের অনুষ্ঠানও বাতিল

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

করোনায় নববর্ষের অনুষ্ঠানও বাতিল

ডেস্ক রিপোর্টঃঃ

করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

 

করোনা পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতিতে মুজিববর্ষের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৭ মার্চ এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

 

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ছুটি আরও পাঁচদিন বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বাড়বে বলে জানান তিনি।বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় যুক্ত রয়েছেন।

Spread the love