সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
প্রতিনিধি/সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় গরু চোরাচালানকে ঘিরে ভয়াবহ সংঘর্ষে বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন ও উভয় পক্ষের গুলাগুলিতে একজন নিহতের সংঘর্ষের ঘটনায় মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল রানাসহ ৩০ জনকে আসামি করে মধ্যনগর থানায় মামলা করেছে বিজিবি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত রবিবার গভীর রাতে সীমান্তবর্তী রুপনগর এলাকায় বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায় সংঘবদ্ধ চোরাকারবারিরা। তারা ইট-পাথর, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং গাদা বন্দুক দিয়ে প্রায় ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ করে বিজিবি।
হামলার সময় বিজিবির নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় বিজিবি সদস্য সুবেদার মো. ইসরাইল খান বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় সরাসরি নাম এসেছে মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল রানার।
স্থানীয়দের দাবী, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাকারবারি সিন্ডিকেট পরিচালনায় সক্রিয় ছিলেন এবং ভারতীয় গরু পাচারের সঙ্গে জড়িত থেকে সংঘবদ্ধভাবে বিজিবির উপর হামলা সংগঠিত করেছেন। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের অনেক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন , রাজনৈতিক পরিচয়কে ডাল হিসেবে ব্যবহার করে সোহেল রানা দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোহেল রানা বলেন, আমি চোরাকারবারিদের সাথে জড়িত নই ,আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সঠিক ভাবে তদন্ত করলে অভিযোগের সততা খুজে পাওয়া যাবে না।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন বলেন, শুনেছি বিজিবি চোরাকারবারি হিসেবে সোহেল রানার নামে মামলা করেছে। আমরা তদন্ত করে প্রমান পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া নিব।
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ বলেন, যুবদলের সদস্য সোহেল রানাকে চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজিবি আসামি করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি; অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন , বিজিবির দায়েরকৃত মামলায় যুবদল নেতা সোহেল রানাসহ ৩০ জন নামীয় আসামি ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, প্রাণনাশের চেষ্টা, অস্ত্র ব্যবহার ও চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। আইন অনুযায়ী তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।