অ্যাডভোকেট কানন আলমের মায়ের মৃত্যুতে দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

অ্যাডভোকেট কানন আলমের মায়ের মৃত্যুতে দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক
 প্রতিনিধি/সুনামগঞ্জ ::
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট কানন আলমের মাতা সিতারা বেগম (৫৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি —– রাজিউন। মৃত্যুকালে ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ওইদিন বাদ আসর মরহুমার নিজ গ্রাম উপজেলার আজমপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শোকবার্তায় তাঁরা বলেন, মরহুম সিতারা বেগম ছিলেন একজন আদর্শবান ধার্মিক, সদালাপী ও মমতাময়ী নারী। তাঁর অকাল মৃত্যুতে দোয়ারাবাজারের সামাজিক পরিমণ্ডলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930