তিনি বলেন,আজকে অর্ধলক্ষাধিক নেতা কর্মী, সাধরন মানুষের অংশ গ্রহনে কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম মাঠ। আপনার বুঝিয়ে দিয়েছেন বিএিনপিকে আর আমাকে কত ভালবাসেন। দল আমাকে ধানের শীষের মনোনয়ন দেন তাহলে হাওর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি সহ সকল স্তরের উন্নয়ন করবো আপনাদের সাথে নিয়ে।