সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি / মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলাকে সিসিটিভির আওতায় আনার লক্ষে ই-টাউন ও মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন এবং থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষে সিসিটিভি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৬ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা মোঃ বজলুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, বিলাশ ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্বাধীকার সুমন আহমদ, মৌলভীবাজার বিজনেস ফোরাম এর আহবায়ক নূরুল ইসলাম কামরানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।