বিদেশ ভ্রমণে বিশ্বের কোন ৩ ব্যক্তির পাসপোর্টের প্রয়োজন হয় না

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

বিদেশ ভ্রমণে বিশ্বের কোন ৩ ব্যক্তির পাসপোর্টের প্রয়োজন হয় না

আন্তজাতিক ডেস্ক ::

বিশ্বে পাসপোর্টব্যবস্থা চালু রয়েছে ১০০ বছরেরও বেশি সময় ধরে। আমরা সবাই জানি, আন্তর্জাতিক ক্ষেত্রে সবার জন্য পাসপোর্ট প্রযোজ্য। এমনকি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সব সরকারি কর্মকর্তাদেরও বিভিন্ন দেশে ভ্রমণের সময় কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয়।

 

 

তবে আপনি জানলে অবাক হবেন যে পুরো পৃথিবীর ২০০টিরও বেশি দেশের মধ্যে, মাত্র তিনজন ব্যক্তিরই কোথাও ভ্রমণে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না।

 

 

এই তিন ব্যক্তি বিদেশ ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্ট দেখতে চান না কেউই। উল্টো তাদের অতিরিক্ত আতিথেয়তা ও পূর্ণ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হয়।
প্রাচীনকালে বিশ্বের দেশগুলোর মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে, এক দেশের নাগরিক যখন অন্য দেশে যাবে, তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ই প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরির গুরুত্ব বুঝতে শুরু করে।

 

১৯২০ সালে হঠাৎ সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করে। অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্ব জুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। লীগ অব নেশনস-এ এটা নিয়ে জোর আলোচনা হয়। এরপর ১৯২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে।

 

 

বর্তমানে এই পাসপোর্ট অন্য দেশে ভ্রমণকারী ব্যক্তির জন্য একটি সরকারী পরিচয়পত্রে পরিণত হয়েছে। এতে ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, নাগরিকত্ব ও স্বাক্ষর থাকে। তিনি যে দেশে যাচ্ছেন সেখানে ব্যক্তির পরিচয় শনাক্ত করার এটি একটি সহজ পদ্ধতিও বটে। এই অভ্যাসটি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সব দেশ এখন ই-পাসপোর্ট ইস্যু করে।

 

 

তবে মাত্র তিনজন বিশেষ ব্যক্তির জন্য রয়েছে এই নিয়মের ছাড়।

 

 

বিশ্বের কোথাও ভ্রমণ করার জন্য কখনোই কোনো পাসপোর্টের প্রয়োজন নেই, এমন ৩ জন বিশেষ ব্যক্তি কারা, চলুন, জেনে নেওয়া যাক।

 

জানা যায়, শুধু ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও রানির এই সুবিধা রয়েছে। চার্লসের ব্রিটেনের রাজা হওয়ার আগে প্রয়াত রানি এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল। চার্লস রাজা হওয়ার পর তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে সব দেশে একটি নথি বার্তা পাঠান। তিনি জানান, চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা, তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হোক। এতে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে।

 

 

তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী কিন্তু তা পান না। অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তার কাছে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা অবশ্যই জরুরি। একইভাবে রাজপরিবারের প্রধান ব্যক্তিদের কাছেও ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকতে হবে। তাদের যেকোনো দেশের বিমানবন্দরে যাওয়া-আসার পথও আলাদা।

 

 

এলিজাবেথ যখন রানি ছিলেন, তখন তিনি এই পাসপোর্ট পাওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন। তবে অন্যদিকে তার স্বামী প্রিন্স ফিলিপের ছিল কূটনৈতিক পাসপোর্ট। ব্রিটেনে প্রথম সম্মান দেওয়া হয় রাজকীয় সিংহাসনে বসা ব্যক্তিকে।

 

তবে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী কেন ও কিভাবে এই সুবিধা পেয়েছিলেন? জাপানের বর্তমান সম্রাট নারুহিতো। তার স্ত্রী মাসাকো ওওয়াটা জাপানের সম্রাজ্ঞী। পিতা আকিহিতো সম্রাট পদত্যাগ করার পর তিনি এই পদ গ্রহণ করেন। যতদিন তার বাবা জাপানের সম্রাট ছিলেন, ততদিন তার ও তার স্ত্রীর পাসপোর্ট রাখার প্রয়োজন ছিল না।

 

 

৮৮ বছর বয়সি আকিহিতো ২০১৯ সাল পর্যন্ত জাপানের সম্রাট ছিলেন। এরপর তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই, এখন বিদেশ ভ্রমণের সময় তাদের কনস্যুলার পাসপোর্ট বহন করতে হয়।

 

 

বর্তমানে জাপানের সম্রাট নারুহিতো ও তার স্ত্রী মাসাকো ওওয়াদা জাপানের সম্রাজ্ঞী। সম্রাট নারুহিতোর বাবা আকিহিতো সম্রাট পদ থেকে ছেড়ে দেওয়ার পর তিনি এই পদ গ্রহণ করেন। জাপানের কূটনৈতিক নথি ঘেঁটে জানা যায়, ১৯৭১ সাল থেকে দেশের সম্রাট ও সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা শুরু করে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

যত দিন আকিহিতো জাপানের সম্রাট পদে ছিলেন, তত দিন তার ও তার স্ত্রীর পাসপোর্টের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট রাখতে হয়।

 

 

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের জন্য বিশেষ সুবিধা
পাসপোর্টের ক্ষেত্রে বিশ্বের সব প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় পাসপোর্ট বহন করতে হয়। কিন্তু নিয়ম অনুসারে তাদের পাসপোর্ট হবে কনস্যুলার পাসপোর্ট।

 

 

গন্তব্য দেশ এই নেতাদের ভ্রমণে সম্পূর্ণ সুবিধা প্রদান করে। এই নেতাদের ক্ষেত্রে সিকিউরিটি চেক এবং অন্যান্য প্রক্রিয়া থেকেও অব্যাহতি দেওয়া হয়।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930