সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
আন্তজাতিক ডেস্ক ::
পূর্ব প্রশান্ত মহাসাগরে বুধবার নতুন করে আরও একটি মাদকবাহী নৌকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ ঘোষণা দিয়েছেন।
হেগসেথের মতে, সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে চারটি মাদকবাহী জাহাজের উপর হামলায় ১৪ জন নিহত হওয়ার পর নতুন করে এটি করা হয়েছে।
সামগ্রিকভাবে, ২ সেপ্টেম্বর থেকে আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪তম হামলা। প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী নৌকা লক্ষ্য করে এসব হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত মোট ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন।