সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
 
                                                                          আন্তজাতিক ডেস্ক ::
গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে মিশিগানে সফররত সিলেট জেলা বিনপির উপদেষ্টা, দশগাঁও নোয়াগাঁও উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবী ওসমান গনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৮টায় ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে এক সংবর্ধণা ও নৈশভুজ অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আশরাফুল আমিন।
অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, আব্দুস সালাম, মনাফ আহমেদ বাবুল, প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, কোম্পানীগঞ্জ সমিতি মিশিগানের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রকিব ও কমিউনিটি ব্যাক্তিত্ব মুর্শেদ আহমেদ।
সংবর্ধিত অতিথি মাষ্টার হাজী ওসমান গনি তার বক্তব্যে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের গোয়াইনঘাটবাসীর জন্য বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন “যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান গোয়াইনঘাটবাসীর এম্বেসেডর হিসাবে কাজ করছে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, সাংবাদিক শফিকুর রহমান, জয়নাল উদ্দিন, মোঃ কামাল আবেদীন, মফিজুর রহমান, রসেন্দ্র কুমার দাশ,আব্দুল মালিক, আব্দুল হক, ইফতেখার হেলাল,মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, কয়েস আহমেদ,বেলাল উদ্দিন মাষ্টার, প্রভাষক আলিম উদ্দিন, মোঃ সোয়াইব, আলিম আহমেদ, আবুল হাসনাত রতন ও দিলওয়ার হোসেন প্রমুখ।
বক্তারা জনাব মাষ্টার হাজী ওসমান গনির দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন উনি একজন সাদামনের মানুষ। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং গোয়াইনঘাটের সামাজিক উন্নয়নে উনার দীর্ঘ অবধানের জন্য উনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলেই উনার দীর্ঘায়ু কামনা করেন। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির সম্মানে ক্রেস্ট এবং সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুলের সৌজণ্যে উপহার প্রদান করা হয়। অন্যান্য সংগঠনের মধ্যে মিশিগানে গোয়াইনঘাট বিনপি পরিবারের পক্ষ হইতে বিশেষ উপহার প্রদান করা হয়। গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টি ও গোয়াইনঘাট সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে উনাকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয় ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব এস এম জয়নাল, মোঃ আরিফুর রহমান, মোঃ জালাল আবেদীন, রানু আহমেদ, সালমান আহমেদ, মোঃ মুসা, জাহাঙ্গীর আলম, মোঃ ফাহিম, জাকির আহমেদ এবং ফকরুল খান প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মেদ নজরুল ইসলাম বদরুল সংবর্ধিত অতিথিকে অভিনন্দন জানান এবং আগত সকল অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 