সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
 
                                                                          আন্তজাতিক ডেস্ক ::
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটির বর্তমান সভাপতির দায়িত্বে থাকা দেশ ডেনমার্ক বুধবার (২২ অক্টোবর) এ কথা জানিয়েছে।
বেলজিয়াম জানায়, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো মস্কোর তেল ও গ্যাস খাত থেকে আয় কমানো।ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে বুধবার সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
২০২২ সালে ক্রেমলিনের আগ্রাসনের পর এটি ইইউর ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ায় রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে ইউরোপ এই পদক্ষেপ নিয়েছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় ২৭ দেশের এই জোট রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা এক বছর এগিয়ে এনেছে। এখন তা কার্যকর হবে ২০২৭ সালের শুরু থেকেই। এ ছাড়া রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের ১০০টিরও বেশি তেলবাহী জাহাজকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এগুলো পুরোনো জাহাজ, যা রাশিয়া তার তেল রপ্তানির ওপর বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করে।
মস্কোর রাজস্ব খাতে আঘাত হানার প্রচেষ্টা ছাড়াও, ইউরোপজুড়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে রুশ কূটনীতিকদের ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগও নিয়েছে ইইউ। নতুন নিয়ম অনুযায়ী, ইউরোপে কর্মরত রুশ কূটনীতিকদের বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে জানাতে হবে।
নিষেধাজ্ঞা প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হবে আগামীকাল। তবে ঠিক তার আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে অনুষ্ঠেয় ইইউ নেতাদের সম্মেলনে যোগ দেবেন।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 