সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
 
                                                                          আন্তজাতিক ডেস্ক ::
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ। ৮০ শতাংশ ডেমোক্রেট ও ৪১ শতাংশ রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া।সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
রয়টার্স/ইপসোসের করা এই জরিপে দেখা যায়, ৫৯ শতাংশ উত্তরদাতা ফিলিস্তিন রাষ্ট্রের মার্কিন স্বীকৃতির পক্ষে। মাত্র ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকিরা অনিশ্চিত অথবা প্রশ্নের উত্তর দেননি।
জরিপের তথ্য অনুসারে, ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ ফিলিস্তিনের বিরোধিতা করেছেন। তবে ৪১% রিপাবলিকান বলেছেন, তারা ফিলিস্তিনের স্বীকৃতিকে সমর্থন করবেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুদ্ধে ৬৭ হাজারের বেশি মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে নির্বিচার বোমাবর্ষণে শহরটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রমবর্ধমান সংখ্যক দেশ – মার্কিন মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওপরও ক্রমাগত চাপ বাড়ছে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 