সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
 
                                                                          আন্তজাতিক ডেস্ক ::
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ড।দেশটির রাজধানী ডাবলিনের স্যাগার্ট এলাকায় পুলিশের সঙ্গে বড় সংঘর্ষ শুরু হয়েছে বিক্ষোভকারীদের। গত দুই দিনে ডাবলিন থেকে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের পুলিশ।। আটক নথিবিহীন অভিবাসীদের রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে। এরপর গত ২০ অক্টোবর সোমবার বিক্ষোভ শুরু হয়। সেদিনই স্যাগার্টের সিটিওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইরিশ পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সের এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল।
এই ঘটনা প্রচারিত হওয়ার পর সিটিওয়েস্ট হোটেল ও তার আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অতি উৎসাহী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করে বসেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল, হাতবোমা এবং আতশবাজি ছুড়েছেন বিক্ষোভকারীরা। এতে কয়েক জন পুলিশ আহত হন এবং তাদের মধ্যে অন্তত ২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিক্ষোভ শুরুর পরের দিন মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরের দিন বুধবার গ্রেপ্তার করা হয় আরও ২৩ জনকে।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 