কাল ঢাকা ছাড়বেন জাপানের ৩২৫নাগরিক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

কাল ঢাকা ছাড়বেন জাপানের ৩২৫নাগরিক

লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩২৫ জন জাপানি নাগরিককে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। আগামীকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন। জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।

 

এর আগে গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিল। গত ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন।

 

এর পর দিন ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

Spread the love