সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে।আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর মহাখালীতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বা আমরা করতে পেরেছি। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জন করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। সুখবর হলো যে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।’
আক্রান্ত দুই রোগী সম্পর্কে তিনি বলেন, ‘আক্রান্ত দুজনই পুরুষ। একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে।’তারা কীভাবে আক্রান্ত হলেন এমন এক প্রশ্নে আইইডিসিআরের এ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের কন্টাক্ট ট্রেসিং পাইনি, ইনভেস্টিগেশন চলছে।’