সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদী জনতা মানববন্ধন করেছেন। জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত কয়েক দিন আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নোয়াগাঁও গ্রামের কলেজ ছাত্র রিপন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরজু মিয়াও আহত হন। তবে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকা- দাবি করে মানববন্ধন করেন স্থানীয় ছাত্র-জনতা।
২ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিবাদী ও শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন জুনেদ মিয়া, আপ্তাব উদ্দিন, আশিক মিয়া, নাইম মিয়া প্রমূখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের কারণে মিরজু মিয়া রিপনকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তাঁরা এ হত্যাকা-ের বিচার ও হত্যাকারীর ফাসির দাবি জানান।