সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে নতুন করে যুক্ত হয়েছেন ১৩ জন। এদের মধ্যে কেউ প্রবাসী নয়। করোনারভাইরাসের কিছু উপসর্গ তাদের শরীরে ধরা পড়ায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এর মধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। তবে হবিগঞ্জের কেউ ছিলেন না গত ২৪ ঘণ্টায়। এছাড়া ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় মুক্ত হয়েছেন ৯৫ জন।