সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
করোনা ভাইরাসের প্রাদুভার্বে সংক্রমনে ও কঠিন সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মহীন দুইশত বিশজন শ্রমিকের মধ্যে ব্যক্তিগত ব্যবস্থাপনায় শুকনো খাবার বিতরন করেছেন উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে স্থানীয় কর্মহীনদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দিন,মোঃ বিল্লাল হোসেন,মোঃ আক্কাছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল সবাইকে বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া,হাট বাজারে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাঠ ব্যাতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ রাখা,ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া,মুখে মাস্ক,হাতে গ্লাবস ব্যবহার করা,করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা,গণজমায়েত না হওয়া ও সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।