শ্রমজীবি মানুষের খাবারের বস্তা নিজে কাধে নিলেন সুনামগঞ্জের মেয়র  

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

শ্রমজীবি মানুষের খাবারের বস্তা নিজে কাধে নিলেন সুনামগঞ্জের মেয়র  
জাহাঙ্গীর আলম ভূঁইয়া/সুনামগঞ্জঃঃ
করোনা ভাইরাসের আতংকে আতংকিত গোটা দেশ আর করোনা প্রতিরোধ সরকারের নির্দেশনা অনুযায়ী সকল মার্কেট,গণপরিবহন,সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে। ঘরে থাকতে বলা হয়েছে সকল শ্রেনী পেশার মানুষকে। এ অবস্থায় দিনমজুর ও শ্রমজীবি মানুষ আছে মহবিপাকে।  এরই মধ্যে হঠাৎ করেই একটি  ছবিতে দেখা যায় পৌরসভার ট্রাক থেকে শ্রমজীবি মানুষের জন্য খাবারের বস্তা নিজে কাধে করে নামাচ্ছেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বকত। কে বা কারা তুলেছেন কেউই জানে না।
শনিবার মেয়র নাদের বখত এর এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরেছে সুনামগঞ্জের নানা শ্রেণী পেশার নাগরিকদের নিজস্ব ফেসবুক টাইমলাইন সহ দেশ বিদেশের নানা প্রান্তের মানুষের কাছে। প্রশংসা কুড়িয়েছে এই কর্মযজ্ঞ। দেশ বিদেশের  অনেকেই বলেছেন নানান ভাবে তাদের কাজের প্রশংসা করে লিখেছেন নানান কথা।
বাংলাদেশি বিজ্ঞানী ডঃ মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকী তিনি তার ফেইসবুক আইডিতে লিখেছে,ঘুম থেকে উঠে মোবাইলে চোখ বুলাতেই এই ছবিটি দেখলাম ছবির মানুষটি সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।  যারা বলেন রাজনীতিতে ভালো মানুষ নেই, তারা এই ছবিটি নিয়ে ভাবতে পারেন |  ছোটবেলায় বিভিন্ন দেশের রাজা বাদশাদের মহানুভবতার অনেক গল্প পডেছি | এই ছবিটি আমার কাছে সেসব গল্পের একটি জীবন্ত রূপ | একটি জীবন্ত চলচিত্র, জীবন্ত মহানুভবতার একটি উদাহরণ |  মানুষের এই দুর্দিনে তিনি পাড়া মহল্লা ছুটে বেড়াচ্ছেন, মানুষকে সহায়তা করছেন, সচেতনতা চালাচ্ছেন।
শুনেছি গরিবের ত্রাণে যাতে কোন টাউট জনপ্রতিনিধি ভাগ বসাতে না পারে সেই দায়িত্বও তিনি কাঁধে নিয়েছেন। সাধ্যমতো নিজের তহবিল থেকেও সহযোগিতা করছেন। তাঁর বড়ভাই সুনামগঞ্জের প্রয়াত মেয়র আইয়ুব বখত জগলুল, তাঁর বাবা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখত,আরেক বড়ভাই কিংবদন্তি মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক। তাঁর পরিবার সারাজীবন মানুষের সেবা করে গেছেন। স্যালুট শ্রদ্ধেয় নাদের বখত।
সাংবাদিক মাসুম হেলাল লিখেছেন,দুর্দিনে এমন ছবিগুলোই ভাইরাল হওয়া চাই…স্যালুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র Nader Bakth ভাই। এমনি ভাবে সুনামগঞ্জের নাগরিক ছাড়াও জেলা ও দেশের বাইরের অনেকেই এই ছবি প্রচার দিয়ে সকল জনপ্রতিনিধিকে সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকার জন্য আহবান জানিয়েছেন।  বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন এই মেয়র।
এ বিষয়ে মেয়র নাদের বখত বলেন,কাজের মধ্যে কেউ উৎসাহী হয়ে ছবি তুলে তিনিই ফেসবুকেও দিয়েছেন, হয়তো কোন সম্মানিত নাগরিকের কাছে সেই ছবিটি ভাল লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই দুঃসময়ে দিনমজুর শ্রেণীর মানুষের পাশে দাড়াতে এই নির্দেশ যতদিন দেশে সংকট থাকবে ততদিন আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আর সরকারি সহায়তার পাশাপাশি আমি পৌর নাগরিকদের মধ্যে যারা প্রকৃতপক্ষে গরিব ও অসচ্ছল তাদের কাছেই পৌছে দিতে কাজ করছি। সাধারণ মানুষের দুর্দিনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031