সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
করোনাভাইরাস শনাক্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাব পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আজ সিলেটে করোনা সন্দেহে যেসব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে সেগুলো আর ঢাকায় পাঠানো হবে না।আগামীকাল মঙ্গলবার থেকেই পরীক্ষা করা শুরু হবে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, আজ সিলেটে যাদের নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল সেগুলো ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে। এখন থেকে সিলেটের আর কারো নমুনা ঢাকায় পাঠানো লাগবে না।তিনি আরো বলেন, আজ সোমবার কিছু নমুনা নিয়ে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখা হবে। আগামীকাল শুরু হবে পূর্ণাঙ্গরুপে পরীক্ষা।
ওসমানী মেডিকেল কলেজ সুত্র জানায়, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে এই ল্যাব স্থাপন করা হয়েছে। এ হাসপাতালে স্থাপিত ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু হলে মাত্র ৩/৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।একসাথে প্রায় ৯৬ জনের পরীক্ষা করা যাবে এবং প্রতিটি উপজেলার জন্যে আলাদা ব্যবস্থা রাখা আছে।করোনাভাইরাস শনাক্তকরনের জন্য ফোকাল পার্সন হিসেবে মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. প্রেমানন্দ দাস কাজ করবেন বলে জানা গেছে।করোনা পরীক্ষার জন্য ওসমানীতে ৫০০ কিটও এসেছে। আরো সাড়ে ৪ হাজার কিট পরবর্তীতে আসবে।উল্লেখ্য, গত সোমবার সকালে সাড়ে ৮টার দিকে মেশিনটি সিলেট এসে পৌঁছে। এরপর থেকে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।