সিলেট ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ গেইটে আগত রোগীসহ সর্বস্তরের জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতার উদ্দেশ্যে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন এক ব্যবসায়ী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন লক্ষীপুর গ্রামের বাসিন্দা ও হাজী ফার্মেসী মালিক বোরহান উদ্দিন। তিনি নিজ উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করায় আগত রোগী ও সবাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেবেশের পূর্বে হাত ধোয়ার জন্যেও বলছেন সবাই কে। তার এই কাজে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল। আর আগত সবাই তার এই কাজে একাত্মা পোষন করে হাত ধোয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করছেন।
স্থানীয় মেম্বার প্রদীপ দাস বলেন,করোনা ভাইরাসের আতংক সবাই সচেতনতা ও নিরাপত্তা মূলক ব্যবস্থায় এখন আমাদের প্রধান কাজ। ব্যবসায়ী হাজী ফার্মেসী মালিক বোরহান উদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ মুখে সাবান দিয়ে হাত পরিস্কার করার জন্য ব্যবস্থা করেছে যা একটি ভাল উদ্যোগ। আমি নিজেও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করার পূর্বে হাত সাবান দিয়ে ধোয়ে প্রবেশ করেছি।
ব্যবসায়ী হাজী ফার্মেসী মালিক বোরহান উদ্দিন জানান,বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের আশংকা সবাইকে সচেতন করার জন্যই হাত ধোয়ার ব্যবস্থা করেছি। আর এই কাজে সহযোগিতা করেছে আরেক ব্যবসায়ী লিজা ফার্মেসীর মালিক পিযুস সরকার। কারন চিকিৎসা নিতে হাসপাতালে নানান পেশার নানান জায়গার লোকজন আসে। তাই সবার মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রচেষ্টা।