সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের নিষেধ অমান্য করে দ্বিতীয় তলা ভবনের ছাদ ঢালাই কাজ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামে। ৮ এপ্রিল বুধবার সরজমিনে দেখা যায়, হবিবপুর আশিঘর গ্রামের আতিক উল্লাহ মঞ্জিলের দ্বিতীয় তলা বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজ করা হয়েছে। এতে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক কাজ করছেন। যদিও করোনা মোকাবেলায় প্রশাসন মানুষকে গণজমায়েত না হতে এবং দুরত্ব বজায় রেখে ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন। অথচ এখানে এক সাথে অর্ধ শতাধিক নারী-পুরুষ শ্রমিক কাজ করেছেন। খবর পেয়ে থানা পুলিশ কাজ বন্ধ করে আসলেও পরে আবার পুলিশের নিষেধ অমান্য করে কাজ করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। পরে পূর্বের তৈরি করা মসলা দিয়ে কাজ করতে শুনেছি।