সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেট সরকারি মহিলা কলেজে’র দৃষ্টিনন্দন ফটক প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। সিসিকের উদ্যোগে নির্মিত সিলেট সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীর ও প্রধান ফটকটি উদ্বোধন করেন সিটি মেয়র। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারি মহিলা কলেজ কতৃপক্ষকে সাথে নিয়ে দৃষ্টিনন্দন ফটকটি উদ্বোধন করেন।
সিলেট সিটি কর্পোরেশনের চলমান সড়ক প্রশস্থকরণ প্রকল্পের জন্য সরকারি মহিলা কলেজের পুরাতন সীমানা প্রাচীরের দেয়াল ও মূল ফটক ভাঙ্গা হয়। সড়ক প্রশস্থকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সিসিকের উদ্যোগে নির্মাণ করা হয় সিলেট সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীর ও প্রধান ফটক। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জী, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষাথীরা।