সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
প্রতিনিধি/জামালগঞ্জঃঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্ধু মহল নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন। গভীর রাতে শারীরিক দূরত্ব বজায় রেখে গরীব ও অসহায় পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের কর্মীরা। ১১ এপ্রিল শনিবার গভীর রাতে জামালগঞ্জের সাচনা বাজারের আশেপাশের এলাকাতে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্ধু মহলের সভাপতি আরিফ আলম লিমন ও সমাজকর্মী খাদিমুল ইসলাম,আল-আলাল,প্রান্ত তাং ,মামুন তাং ,মেহেরাজ মিয়া,গোলাম মোস্তফা,পাপ্পু আচর্য্য, মনির হোসেন,মিজানুর রহমান মিজান ,অলক চৌধুরী বিতরণকৃত দ্রব্যের মধ্যে ছিলো, চাল, ডাল, আলু,পিয়াজ,আটা, সয়াবিন তেল ও সাবান সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরন কালে লিমন বলেন, মহামারী করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ব আজ চিন্তিত।
অনেকেই ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।এছাড়া যারা আক্রান্ত তাদের সুস্থ্যতার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আমাদের সবাইকে সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান সহ সামাজিক চলাফেরা করতে হবে। সরকারের নির্দেশাবলী মেনে চলতে হবে। এই একটি মহতি অনুষ্টানের আয়োজন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি বিত্তশালীরা অসহায় ও শ্রমজীবিদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করেন।