সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
প্রতিনিধ/ওসমানীগরঃঃ
ওসমানীনগরের উপমরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক মাসের সম্মানী ভাতা দিয়ে অসহায়দের মধ্যে ত্রান সমগ্রী বিতরণ করা হবে। বর্তমান সময়ে করোনা ভাইরাসে ঘর বন্দি অসহায় কর্মহীন মানুষের মধ্যে এক মসের সমন্ননী দিয়ে ত্রান বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করেছেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরিা । শনিবার ইউনিয়ন পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসময় জনপ্রতিনিধিরা বলেন, জনগন আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে । আমরা সব সময় জনগনের পাশে আছি এবং থাকবো । এই ধারাবাহিকতায় উপরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার পরিবারের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ করা হয়েছে। এবার ইউনিয়নের সকল জনপ্রতিনিধিরা মম্মেলিত ভাবে তাদের এক মাসের সম্মানী ভাতা দিয়ে অসহায় দারিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়াবেন।
এ বিষয়ে শনিবার উমরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, জুয়েল আহমদ, রুকন আহমদ চৌধুরী, সৈয়দ মাসুদ আলী, সুহেল মিয়া, আব্দুল আলীম খুকন , মাহফুজুল হক আকলু, আব্দুল খালিক, সেলিম আহমদ, রুনা আক্তার চৌধুরী, আশা রানী সূত্র ধর, সাবানা বেগম।