জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তোহাহিদ মিয়া (সুন্দর আলী), আবদুল হক তালুকদার, বশর মিয়া তালুকদার, কয়েছ মিয়া তালুকদার, মইনুল হক তালুকদার, আল আমিন তালুকদার, মায়ন মিয়া তালুকদার, সৈয়দুল হক তালুকদার, ফুল মিয়া, ফয়জুল হক, জিলু মিয়া, হেলাল মিয়া, আজিজ মিয়া, সুহেল মিয়া ও পারভিন বেগমের অর্থায়নে করোনা মোকাবেলায় অসহায় কর্মহীন ২০০টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি চাল, ২ লিটার সোয়াবিন, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি লবন বিতরণ করা হয়।

 

১২ এপ্রিল রোববার খাশিলা গ্রামে প্রবাসীদের পক্ষে ত্রাণ বিতরণ করেন যুবলীগ নেতা ও সমাজসেবক সিপন আহমদ তালুকদার, সত্তার মিয়া, ইশর্^াদ আলী ও আমিরুল হক। এ সময় কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, আ.লীগ নেতা শাহ আলম, সিপু মিয়া, সমাজকর্মী হোসাইন মিয়া, সুহেল মিয়া, আনর বেগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রবাসীদের দেয়া ত্রাণ পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

 

এছাড়া একই ইউনিয়নের সাদিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী পাপিয়া সুলতানা রতœার অর্থায়নে পৃথক ভাবে ৫০টি পরিবারে ত্রাণ বিতরণ করেন কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031